Skip to toolbar
ইরফান খান প্রয়াত

প্রয়াত অভিনেতা ইরফান খান

মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত অভিনেতা ইরফান খান। আবার বলিউড তথা দেশ জুড়ে শোকের ছায়া। ইরফান খানের মতো প্রতিভাবান অভিনেতা বলিউডে খুব কম দেখা গেছে। সমস্ত রকম চরিত্রেই সাবলীল অভিনয় করতেন ইরফান খান।

 

গত দুদিন আগেই মাকে হারিয়েছিলেন ইরফান, মায়ের শোক কাটিয়ে উঠতে না উঠতেই নিজেও চলে গেলেন পরপারে মায়ের কাছে। গতকাল ইরফান খনকে  নিয়ে যাওয়া হয়েছিল আইসিইউতে।

আজ বেলা বারোটার পর সারাদেশে শোকের ছায়া ছড়িয়ে পরপারে বিদায় নাম কি ইরফান খান।

ইরফান খান এর সিনেমা (জনপ্রিয়)

  • লাইফ অফ পাই
  • পিকু
  • তলবার
  • হায়দর
  • দ্যা লাঞ্চবক্স
  • হাসিল
  • ইয়ে শালী জিন্দেগী

মতো প্রচুর জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছেন ইরফান খান। ভোডাফোনের বিজ্ঞাপনে সবার পরিচিত মুখ হয়ে উঠেছিলেন ইরফান।

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত ক্রীড়াবিদরা ইরফান খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিরাট কোহলি লিখেছেন-

অমিতাভ বচ্চন টুইট করেছেন –

সুখ যাপন করছেন রাহুল গান্ধী, অক্ষয় কুমার, অজয় দেবগন সহ প্রায় প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী  এবং নেতা মন্ত্রীরাও।

ইরফান খান ছিলেন এমন এক অভিনেতা যিনি সমস্ত রকম চরিত্রে খুব সাবলীলভাবে নিজেকে মানিয়ে নিতেন। নায়ক থেকে খলনায়ক, গুন্ডা থেকে পুলিশ অফিসার সমস্ত রকম চরিত্রে সাবলীল ছিলেন ইরফান।

ইরফান খানের এই বয়সে চলে যাওয়াটা বলিউড ভালো রকমের প্রভাব ফেলবে।

ইতিমধ্যেই টুইট করে শোক প্রকাশ করেছেন ক্রিকেটের ভগবান শচীন রমেশ টেন্ডুলকার

শচীন লিখেছেন –

Spread the love

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

COVID-19

করোনা ভাইরাস সম্পর্কে বিস্তারিত তথ্য দেখুন