X

কবিতা, শবযাত্রা

www.amarsahitya.com

                শবযাত্রা


        বাপ্পাদিত্য মুখোপাধ্যায়

মৃত্যু- www.amarsahitya.com


মাথার উপর দীর্ঘশ্বাস ফেলে রাত হেঁটে যাচ্ছে
ভেবেছিলাম নতুন জন্ম। পরে দেখি ঘুম ভেঙেছে চোখের পাতায়।
ঘণ্টা খানেক আগে যেটা বুকের থেকে দলা পাকিয়ে গলা দিয়ে বেরিয়ে ছিল !
আত্মা ছিল না ওটা ?

এই শীতের রাতেও ঘাম জেগে থাকে শরীরে। মনে।
মনে !
মাঝে মাঝে ভাবি ‘মন’ বলে সত্যিই কি কোনও বস্তু হয় !
নাকি পুরোটা শরীরের ভুল ? মায়া ? প্রাচীন সংস্কার ? সংশয় ?

ওরা শুধু ডাকে ইশারায়
বলে, ‘এসো এসো শ্মশানে-কবরে। ভাঙাবুক দেওয়ালে।
তুমিও তো দৃষ্টিহীন চোখে পৃথিবী আপন দেখেছিলে।’
যেতে হবে জানি। না যাওয়ার মতো এখানে কোনও সম্পর্কও রাখিনি।

তবে কেন যেতে গিয়েও বারবার পিছু ফিরে চাই ?
কেন বারবার মনে হয় আরও আরও আরও দুদণ্ড এখানে দাঁড়াই ?

admin:

This website uses cookies.

Read More